Posts

Mensuration Math Formula in Bengali PDF

গণিতের অন্যতম একটি অধ্যায় হিসাবে পরিমিতির সকল সূত্র PDFটি আপনাদের শেয়ার করছি ৷ প্রতিটা চাকরীর পরীক্ষাতে গণিত বা অঙ্ক একটি আবশ্যিক বিষয়ের মতো হয়ে গেছে তাই গণিতের সমস্ত সূত্র গুলি মুখস্ত রাখলে গণিত সমাধান করতে অনেক সুবিধা হবে ৷ আর বলে রাখি পরিমিতির সুত্রকে ইংরাজিতে Mensuration Math Formula Bengali বলা হয় ৷ তাই দেরী না করে পিডিএফটি সংগ্রহ করে নিন বিনামূল্যে এবং বাংলা ভার্সনে৷ পরিমিতির যে যে অধ্যায় থাকছে: 💎 আয়তক্ষেত্র 💎  বর্গক্ষেত্র 💎  সামান্তরিক 💎  রম্বস 💎  ট্রাপিজিয়ম 💎  ত্রিভুজ 💎  বৃত্ত 💎  আয়ত ঘনবস্তু 💎  ঘনক 💎  কোণক বা শঙ্কু 💎  সিলিন্ডার বা চোঙ 💎  গোলক File Details: File Name:পরিমিতির সকল সূত্র File Format: PDF Credit: Swapno.in No. of Pages:5 File Size:242 KB Click To Download ∎ পাটিগণিতের সকল সূত্র ∎ বীজগণিতের সকল সুত্র ∎ জ্যামিতির সকল সুত্র

All Math Formula Bengali Pdf For Competitive Exam

সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য গণিতের সকল সুত্র সমূহ PDF || All Math Formula in Bengali পিডিএফটি আপনাদেরকে দিচ্ছি ৷ এটিতে পাটিগণিত,  বীজগণিত, ত্রিকোনমিতি এবং পরিমিতির সূত্র গুলি লিপিবদ্ধ করা আছে বাংলা ভাষায় ৷ গণিতে যারা দুর্বল এবং পারদর্শী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই পিডিএফটি খুবই সাহায্যে আসবে ৷ কারণ আপনারা এটা সবাই জানেন, প্রায় প্রতিটা চাকরীর পরীক্ষা বা Competitive Exam-এ গণিত বিষয়টা বাধ্যতামূলক ৷ আর এই বিষয়ে একটু বিজ্ঞ থাকলে বেশ ভালোরকম নম্বর নিয়ে পাশ করা যায় ৷ সুতরাং নিচ থেকে গণিতের সকল সুত্র সমূহ PDFটি ডাউনলোড করে বিনামূল্যে ৷ যা যা থাকছে: ❖ বীজগণিত ❏ বর্গ, ঘন, গুন, উৎপাদক, অনুসিদ্ধান্ত ও মান নির্ণয়ের সূত্র ❏ সূচক ❏ লগারিদম ❏ ধারা ❖ ত্রিকোনমিতি ❖ পরিমিতি ❏ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ত্রিভুজ, বৃত্ত, ঘনক প্রভৃতির সুত্র File Details: File Name:Math Formula in Bengali( বীজগণিত | ত্রিকোনমিতি | পরিমিতি) File Format: PDF Credit: Swapno.in No. of Pages:6 File Size: 3.53 MB Click To Download

List Of Bengali-English Meaning Of Mathematical Terms Pdf

আপনাদের গণিতে আরো পারদর্শী করতে গণিতের সাথে সম্পর্কিত শব্দের ইংরাজি-বাংলা অর্থ তালিকা PDFটি বিনামূল্যে ডাউনলোড করে নেওয়ার সুবিধা প্রদান করছি ৷ বর্তমানে প্রতিটা সরকারি চাকরীর পরীক্ষাতে গণিত বা অঙ্ক হলো একটি আবশ্যিক বিষয় ৷ আর এই বিষয়ে একটু পারদর্শী হতে পারলেই সমস্ত মার্কসটি তুলে নেওয়া সম্ভব ৷ কিন্তু অনেক পরিক্ষা-ই ইংরাজি ভার্সনে হওয়ায় গাণিতিক শব্দের ইংরাজি অর্থ গুলি জেনে রাখা খুবই দরকারী ৷ গাণিতিক শব্দসমূহ: ❏ Integer/digit—অঙ্ক ❏ Number—সংখ্যা ❏ Prime number—মৌলিক সংখ্যা ❏ Perfect square—পূর্ণবর্গ ❏ Square root —বর্গমূল ❏ Cube—ঘন ❏ Cube root—ঘনমূল ❏ Sum — যোগফল ❏ Least number —ক্ষুদ্রতম সংখ্যা ❏ Greatest number—বৃহত্তম সংখ্যা ❏ Numerical — লব ❏ Denominator —হর ❏ Product—গুণফল ❏ Divisor—ভাজক ❏ Dividend—ভাজ্য ❏ Quotient —ভাগফল ❏ Remainder— ভাগশেষ ❏ Divisible — বিভাজ্য ❏ Division—ভাগ ❏ Consecutive—পরপর ❏ Even—জোড় ❏ Odd—বিজোড় ❏ Ascending order —ছোট থেকে বড় ❏ Descending order — বড় থেকে ছোট ❏ Cost price —ক্রয়মূল্য ❏ Selling price — বিক্রয়মূল্য ❏ Profit —লাভ

Geometry Formula & Questions Answers Pdf

Geometry Questions Answers in Bengali PDF-জ্যামিতি প্রশ্ন উত্তর বইটি আপনাদের জন্য নিয়ে এসেছি | আশা করছি বিভিন্ন চাকরির পরীক্ষায় যেখানে গণিত বিষয়টা আছে সেখানে জ্যামিতির থেকে আসা সমস্ত জ্যামিতির সূত্র এবং ছোট প্রশ্ন গুলির উত্তর অনায়াসেই করতে পারবেন | তাছাড়া Geometry বা জ্যামিতি গণিতের একটি মজাদার অধ্যায় বা অংশ | সুতরাং দেরী না করে Geometry Questions Answers in Bengali PDF-জ্যামিতি প্রশ্ন উত্তর বইটি ডাউনলোড করে নিন এবং পড়তে থাকুন যখন খুশি | জ্যামিতির যে যে অধ্যায় থাকছে ❏রেখা ও কোণ ❏ত্রিভুজ ❏পীথাগোরাসের উপপাদ্য ও ব্যবহার ❏জ্যামিতিক অনুপাত ও সদৃশ্যতা ❏সঞ্চারপথ বিষয়ক ❏বৃত্ত-জ্যা, ব্যাস, বৃত্তচাপ, বৃত্তঃস্থ কোণ ও কেন্দ্রঃস্থ কোন ❏চতুর্ভুজ ❏জ্যামিতির প্রাথমিক আলোচনা  ❏ঘড়ি সংক্রান্ত ❏ঘন জ্যামিতি ❏উচ্চতর জ্যামিতি ....... File Details: File Name: Geometry Formula and SAQ File Format: PDF Credit: Swapno.in No. of Pages: 15 File Size: 2.33 MB Click To Download

1500 Math and Reasoning Practice Set in Bengali

চাকরির পরীক্ষায় গণিতে পারদর্শী হতে 1500 Math and Reasoning Practice Set in Bengali Full PDFটি আপনাদের ফ্রিতে Provide করছি,যেটিতে মোট ৫০টি মডেল প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রায় ১৫০০টিরও বেশি গণিত এবং রিজনিং-এর প্রশ্ন রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় | যারা গণিতে দুর্বল তাদের জন্য এই Math Practice Set পিডিএফটি খুবই কাজে লাগবে কারণ আপনারা এটা থেকে গণিত গুলি প্র্যাকটিস করার সুযোগ পাবেন প্রতিদিন | WBCS/ CGL/ MTS/ PSC/ICDS/SSC/Primary TET/CTET/WBP/NTPC/Clerkship সহ সমস্ত পরীক্ষার জন্যই এটি উপযোগী | তাই কোনোরূপ সময় ব্যয় না করে 1500 Math and Reasoning Practice Set in Bengali Full PDF Free Download  করে নিন এবং প্রস্তুতির সহায়তায় সফলতার শীর্ষে পৌঁছে যান | কিছু নমুনা প্রশ্ন:: ➊একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পিছনের চাকার পরিধি ৩ মিটার | কমপক্ষে কত দুরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে ? ⓐ ৮০ মিটার ⓑ ৬০ মিটার ⓒ ৪০ মিটার ⓓ ২০ মিটার ❷শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুন হবে? ⓐ ১ বছরে ⓑ ২০ বছরে ⓒ ৫ বছরে ⓓ ১০০ বছরে 

Percentage Math Shortcut Formula and Practice Set

আজ আমরা শেয়ার করছি Percentage Math Shortcut Formula and Practice Set in Bengali PDF,কারণ যেকোনো Competitive Exam-এ গণিত বিষয়টা থাকেই থাকে | এছাড়া গণিতের শতকরা অধ্যায় থেকে অনেক প্রশ্ন এসে থাকে | আর সেই জন্যই শতকরা শর্টকাট সুত্র জানা খুবই দরকারী | সুতরাং দেরী না করে Percentage Math Shortcut Formula and Practice Set in Bengali PDFটি ডাউনলোড করে নিন পরীক্ষা প্রস্তুতির ধারা অব্যাহত রাখুন | সূত্রসমূহ সুত্র:১ মূল্য বৃদ্ধি পাওয়া ব্যবহার কমানোর ক্ষেত্রে- ব্যবহার হ্রাসের হার = (১০০*মূল্য বৃদ্ধির হার )/(১০০+মূল্য বৃদ্ধির হার) সুত্র:২ মূল্য হ্রাস পাওয়া ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে- ব্যবহার বৃদ্ধির হার=(১০০*মূল্য হ্রাসের হার)/(১০০-মূল্য বৃদ্ধির হার) সুত্র:৩ দুটি সংখ্যার শতকরা হারের তুলনা- শতকরা কম বা বেশি=(১০০*শতকরা কম বা বেশি)/(১০০+শতকরা কম বা বেশি) সূত্র:৪ দ্রব্যমূল্যের শতকরা হার বৃদ্ধি পাওয়া- দ্রব্যের বর্তমান মূল্য=(বৃদ্ধির প্রাপ্ত মূল্যে হার*মোট মূল্য)/(১০০+যে পরিমান পণ্য কম হয়েছে) সূত্র:৫ দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাসপাওয়া- দ্রব্যের বর্তমান মূল্য=(হ্রাসকৃত মূল্য হার*মোট মূ

All Arithmetic Formula Bengali PDF Book

আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি All Arithmetic Formula Bengali PDF Book,কারণ বিভিন্ন Competitive Exam যেমন-WBCS,CGL,PTET,CTET,CHSL,RRB,Food Si,PSC Clerkship,SSC,Bank প্রভৃতি পরীক্ষায় পাটি গণিত থেকে প্রচুর অঙ্ক আসে | তাই পাটি গণিতের সুত্র  গুলি জানা এবং পপ্র্যাকটিস করা খুবই আবশ্যক |  সুতরাং দেরী না করি All Arithmetic Formula Bengali PDF Bookটি Download করে নিন এবং প্রস্তুতির ধারা বজায় রাখুন | যে যে অধ্যায় গুলি থাকছে:: ➢ সংখ্যা  ➢ ভগ্নাংশ  ➢ বর্গ সংখ্যা  ➢ মূলদ ও অমূলদ সংখ্যা  ➢ গুণনীয়ক ও গুনিতক  ➢ ল.সা.গু. ও গ.সা.গু. ➢ বর্গমূল নির্ণয়  ➢ গড় নির্ণয়  ➢ অনুপাত-সমানুপাত  ➢ শতকরা  ➢ ঐকিক নিয়ম  ➢ নৌকা ও স্রোত  ➢ ট্রেন ও গতিবেগ  ➢ সুদকষা (সরল সুদ জটিল বা চক্রবৃদ্ধি সুদ ) ➢ লাভ-ক্ষতি  ➢ পরিমাপ ও একক  File Details: File Name: All Arithmetic Formula  File Format: PDF File Size: 4.40 Mb Credit: Swapno.in Click Here to Download

Solved Math in Bengali Exam(26)

Math MCQ Practice Set-2 in Bengali PDF Download নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি   Math MCQ Practice Set-2 in Bengali PDF, কারণ যেকোনো Competitive Exam- এ গণিত বা Math বিষয়টা থাকেই থাকে | আর গণিতে দক্ষ হতে হলে প্র্যাকটিস করা খুবই আবশ্যক | সুতরাং দেরী না করে   Math MCQ Practice Set-2 in Bengali PDF টি  Download করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন | 1.দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে ৩০% ও ৪০% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত অংশ ? ৯৮  ৯৩.৭৬ ৯৮.৫৩ ৯২.৮৬ 2.এক অসৎ ব্যাবসায়ী দাড়িপাল্লায় ১ কেজির বদলে ৯০০ গ্রাম দেয় কিন্তু ক্রয় মূল্যের দামে জিনিসটি বিক্রি করে । ব্যাক্তির শতকরা লাভ কত ? ৯৯/১১ % ১০১/৯ % ১০০/৯ % ১০১/১১ % 3.৪x৪ + ৩x৩ = ?x? ৬x৩ ৫x৫ ৭x৯ ১৫x১৫ 4.একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯৬% বাড়ালে তার বাহুর ক্ষেত্রফল কত % বাড়বে ? ১০% ১২% ৩২% ৪০% 5.কোনো জিনিসের দাম ১০% কমিয়ে দেওয়ার পর আগের দামে ফিরে যেতে ঐ জিনিসের দাম কত বাড়াতে হবে ? ৯৯/১১ % ১০০/৯ % ১১% ১০% 6.একটি ক্যাম্পে ৩০০ জনের ৯ দি

Solved Math in Bengali Exam(25)

আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Simple Interest Formula in Bengali with PDF,কারণ WBCS,CGL,MTS,Primary TET,CTET,RPF,SSCসহ যেকোনো Compertitive Exam-এ সরল সুদ থেকে অনেক প্রশ্ন এসেই থাকে | আর ভালোভাবে সরল সুদকষার সুত্র এবং পদ্ধতি না জানলে কয়েকটি নম্বর হাতছাড়া হতে পারে | সুতরাং দেরী না করে Simple Interest Formula in Bengali with PDFটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন| 1.আসল বা মূলধন(Principal): যত টাকা ধার নেওয়া বা দেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা 2.সময়: যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া অথবা জমা রাখা 3.সুদ(Interest): যে ব্যক্তি বা সংগঠন ধার দেন তাকে উত্তমর্ণ(Creditor) এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমর্ণ (Debator) বলা হয় | উত্তমর্নের অর্থ সাময়িক ব্যবহার করার  অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ কিছু অতিরিক্ত অর্থমূল্য দিয়ে থাকেন |এই অর্থমুল্যই সুদ | 4.সুদের হার(Rate of Interest): সুদ সাধারনত বছরের হিসাবে কষা হয়ে থাকে,যেমন সুদের বার্ষিক হার ১০% এর অর্থ হল,১০০ টাকার ১ বছরের সুদ ১০ টাকা | কোনো কোনো ক্ষেত্রে ষান্মাসিক ,মাসিক,এমনকি দৈনিক হিসাবেও সুদ কষা

Solved Math in Bengali Exam(24)

1. কোনো সামন্তরিকের কর্ণ দুটি যথাক্রমে 3 সেমি ও 4 সেমি।তারা সমকোণে সমদ্বিখণ্ডিত।সামন্তরিকের বাহুগুলির মান কত? A. 2 B. 3 C. 2.5 D. 3.5 2. 65 এবং কোন সংখ্যার অনুপাত 13 এবং 6 এর অনুপাতের সমান হবে? A. 30 B. 50 C. 40 D. 60 3. 5 টাকার কত অংশ 1.25 টাকা হবে - A. 20 B. 23 C. 25 D. 28 4. কয়লার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার কয়লার ব্যবহার শতকরা কি পরিমান কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে? A. 22% B. 20% C. 23% D. 24% 5. জুলির বয়স টিনার বয়সের 6গুণ।আগামী 20বছর পরে জুলির বয়স টিনার বয়সের দ্বিগুণ হবে।বর্তমানে জুলির বয়স কত? A. 35 B. 5 C. 30 D. 40 6. ক্রিকেট খেলায় বুলবুল,টিয়া ও এনামূল সর্বমোট 280 রান করলো।বুলবুল ও টিয়ার রানের অনুপাত 2:3,টিয়া ও এনামূলের রানের অনুপাত3:2 হলে প্রত্যেকে কে কত রান করে? A. 60,90,120 B. 80,120,80 C. 90,100,90 D. 100,80,100 7. কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি. হলে তার ক্ষেত্রফল কত বর্গসেমি? A. 960 B. 965 C. 962.5 D. 967 8. কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 1305,4665 এবং 6905 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? A. 112