Solved Math in Bengali Exam (7)
হ্যালো বন্ধুরা কেমন আছেন?
আপনারা চাকরির জন্য বিভিন্ন Competitive Exam (eg. Primary TET,WBCS,SSC,Rail)দিয়ে থাকেন, আর সব পরীক্ষাতেই অঙ্ক বা গণিত বিষয়টা থেকেই থাকে,এছাড়া গণিতের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পিতা-পুত্রের বয়স নির্ণয় এবং এই অধ্যায় থেকে অনেক প্রশ্নও এসে থাকে ,তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি পিতা-পুত্রের বয়স নির্ণয় অঙ্ক সমাধান বিস্তারিত PDF.
এই PDFএ কিরকম ভাবে অঙ্ক সমাধান করা হয়েছে তার কিছু নমুনা নিচে দেখানো হলো আর সম্পূর্ণ PDF এর লিংক নিচে দেওয়া আছে
প্রশ্ন :: ৫ বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল ৬০ বছর। বর্তমানে পুত্রের বয়স ২০ হলে পিতার বর্তমান বয়স কত?
সমাধানঃ
দেওয়া আছে,
বর্তমানে পুত্রের বয়স= ২০ বছর।
৫ বছর পূর্বে পুত্রের বয়স= (২০-৫) বছর= ১৫ বছর।
৫ বছর পূর্বে পিতার বয়স= (৬০-১৫) বছর= ৪৫ বছর।
সুতারাং পিতার বর্তমান বয়স= (৪৫+৫) বছর= ৫০ বছর।
উত্তর: পিতার বর্তমান বয়স ৫০ বছর।
প্রশ্ন :: বাবা ও মেয়ের বয়সের যোগফল ৪৩ বছর। ৪ বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের ৬ গুণ ছিল। বাবা ও মেয়ের বর্তমান বয়স কত?
সমাধানঃ
ধরি,
৪ বছর আগে মেয়ের বয়স= ক বছর।
৪ বছর আগের বাবার বয়স= ৬ক বছর।
মেয়ের বর্তমান বয়স= (ক+৪) বছর।
বাবার বর্তমান বয়স= (৬ক+৪) বছর।
প্রশ্নমতে, (৬ক+৪)+ (ক+৪)= ৪৩
বা, ৬ক+৪+ক+৪= ৪৩
বা, ৭ক+৮= ৪৩
বা, ৭ক= ৪৩-৮
বা, ৭ক= ৩৫
বা, ক=
বা, ক = ৫
ক = ৫
মেয়ের বর্তমান বয়স= (ক+৪) বছর=(৫+৪) বছর= ৯ বছর।
বাবার বর্তমান বয়স= (৬ক+৪) বছর=(৬×৫)+৪ বছর= (৩০+৪) বছর= ৩৪ বছর।
উত্তর: বাবা ও মেয়ের বর্তমান বয়স যথাক্রমে ৩৪ এবং ৯ বছর।
প্রশ্ন :: পিতার ও পুত্রের বয়সের যোগফল ১২০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পিতার বয়স কত?
সমাধানঃ
ধরি,
পুত্রের বয়স= ক বছর।
পিতার বয়স= ৩ক বছর।
প্রশ্নমতে,
৩ক+ক= ১২০
বা, ৪ক= ১২০
বা, ক=
বা, ক= ৩০
ক= ৩০
সুতারাং পিতার বয়স= ৩ক বছর=(৩×৩০) বছর= ৯০ বছর।
উত্তর: পিতার বয়স ৯০ বছর।
দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে সম্পূর্ণ PDFটি Download করে নিন
পিতা-পুত্রের বয়স নির্ণয় অঙ্ক সমাধান/Age calculation Maths Solved PDF Download:
File Details:
File name: Age calculation Maths Solved
File Format: PDF
File Size:659KB
CliCk Here To Download
আপনারা চাকরির জন্য বিভিন্ন Competitive Exam (eg. Primary TET,WBCS,SSC,Rail)দিয়ে থাকেন, আর সব পরীক্ষাতেই অঙ্ক বা গণিত বিষয়টা থেকেই থাকে,এছাড়া গণিতের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পিতা-পুত্রের বয়স নির্ণয় এবং এই অধ্যায় থেকে অনেক প্রশ্নও এসে থাকে ,তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি পিতা-পুত্রের বয়স নির্ণয় অঙ্ক সমাধান বিস্তারিত PDF.
এই PDFএ কিরকম ভাবে অঙ্ক সমাধান করা হয়েছে তার কিছু নমুনা নিচে দেখানো হলো আর সম্পূর্ণ PDF এর লিংক নিচে দেওয়া আছে
প্রশ্ন :: ৫ বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল ৬০ বছর। বর্তমানে পুত্রের বয়স ২০ হলে পিতার বর্তমান বয়স কত?
সমাধানঃ
দেওয়া আছে,
বর্তমানে পুত্রের বয়স= ২০ বছর।
৫ বছর পূর্বে পুত্রের বয়স= (২০-৫) বছর= ১৫ বছর।
৫ বছর পূর্বে পিতার বয়স= (৬০-১৫) বছর= ৪৫ বছর।
সুতারাং পিতার বর্তমান বয়স= (৪৫+৫) বছর= ৫০ বছর।
উত্তর: পিতার বর্তমান বয়স ৫০ বছর।
প্রশ্ন :: বাবা ও মেয়ের বয়সের যোগফল ৪৩ বছর। ৪ বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের ৬ গুণ ছিল। বাবা ও মেয়ের বর্তমান বয়স কত?
সমাধানঃ
ধরি,
৪ বছর আগে মেয়ের বয়স= ক বছর।
৪ বছর আগের বাবার বয়স= ৬ক বছর।
মেয়ের বর্তমান বয়স= (ক+৪) বছর।
বাবার বর্তমান বয়স= (৬ক+৪) বছর।
প্রশ্নমতে, (৬ক+৪)+ (ক+৪)= ৪৩
বা, ৬ক+৪+ক+৪= ৪৩
বা, ৭ক+৮= ৪৩
বা, ৭ক= ৪৩-৮
বা, ৭ক= ৩৫
বা, ক=
বা, ক = ৫
ক = ৫
মেয়ের বর্তমান বয়স= (ক+৪) বছর=(৫+৪) বছর= ৯ বছর।
বাবার বর্তমান বয়স= (৬ক+৪) বছর=(৬×৫)+৪ বছর= (৩০+৪) বছর= ৩৪ বছর।
উত্তর: বাবা ও মেয়ের বর্তমান বয়স যথাক্রমে ৩৪ এবং ৯ বছর।
প্রশ্ন :: পিতার ও পুত্রের বয়সের যোগফল ১২০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পিতার বয়স কত?
সমাধানঃ
ধরি,
পুত্রের বয়স= ক বছর।
পিতার বয়স= ৩ক বছর।
প্রশ্নমতে,
৩ক+ক= ১২০
বা, ৪ক= ১২০
বা, ক=
বা, ক= ৩০
ক= ৩০
সুতারাং পিতার বয়স= ৩ক বছর=(৩×৩০) বছর= ৯০ বছর।
উত্তর: পিতার বয়স ৯০ বছর।
দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে সম্পূর্ণ PDFটি Download করে নিন
পিতা-পুত্রের বয়স নির্ণয় অঙ্ক সমাধান/Age calculation Maths Solved PDF Download:
File Details:
File name: Age calculation Maths Solved
File Format: PDF
File Size:659KB
CliCk Here To Download
অনলাইন মকটেস্ট দিতে - ক্লিক করুন