Solved Math in Bengali Exam(8)

অনুপাতঃ দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশকে রাশি দুইটির অনুপাত বলে। রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোন একক নেই।
বহু রাশিক অনুপাত : তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে।
ধারাবাহিক অনুপাত : প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হলে তাকে ধারাবাহিক অনুপাত বলে।

এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে, রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতী বলে।


প্রশ্ন  ১,০০০ টাকা ক ও খ ১: ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ – এর অংশ সে ও তার মা ও মেয়ের
মধ্যে ২:১:১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
সমাধানঃ
কঃখ = ১:৪
অনুপাতের যোগফল ৪+১ = ৫
সুতারাং খ পায় = (১০০০ এর ৪/৫)=৮০০
টাকা
খঃমাঃমেয়ে = ২:১:১

অনুপাতের যোগফল (২+১+১)= ৪
সুতারাং মেয়ে পায় = ৮০০ এর ১/৪ =
২০০ টাকা (উঃ)

সম্পূর্ণ PDF টি নিচের দেওয়া লিংক থেকে Download করে নিন 


File Details : 
File Name: অনুপাত ও সমানুপাত অঙ্ক সমাধান 
File Format: PDF
File Size: 488KB

Click Here to Download

অনলাইন মকট‌েস্ট দিতে - ক্লিক করুন