Solved Math in Bengali Exam (9)
1. একটি দেয়াল ঘড়িতে 10 টা বাজতে 10 সেকেন্ড লাগলে 12 টা বাজতে কত সময় লাগবে ?

2. 5টি কাঠের আলমারি ও 8টি স্টিলের আলমারির দাম 39,240 টাকা আবার 8টি কাঠের আলমারি ও 4টি স্টিলের আলমারির দাম 42,720 টাকা। একটি স্টিলের আলমারির দাম কত টাকা ?

3. কত বছরে কোন মূলধনের সুদ 5% হারে সবৃদ্ধিমূলের 2/5 অংশ হবে ?

4. কোন পরীক্ষায় ইংরেজিতে 43%, গণিতের 24% এবং উভয় বিষয়ে 10% ফেল করেছে। শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে ?

5. একটি চোর 1-30 টায় একটি গাড়ি চুরি করে 45 কিমি বেগে পালায় । চুরি ধরা পরে বেলা 2টায় তারপর গাড়ির মালিক 50 কিমি বেগে গেলে চোরটিকে ধরে ফেলবে কটার সময় ?

6. একটি যৌথ ব্যবসায় A,B,C তিনজনে 47000 টাকা দেয় । A, B এরচেয়ে 7000 টাকা বেশি এবং B, C এর চেয়ে 5000 টাকা বেশি দেয় । 9400 টাকা লাভ হলে A কত টাকা পাবে ?

7. কোন একটি সংখ্যার এক-পঞ্চমাংশ তার এক-চতুর্থাংশ অপেক্ষা 3 কম । সংখ্যাটি কত ?

8. চারটি পরপর জোড় সংখ্যার গড় 27 এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত হবে ?

9. এক ব্যক্তি A স্থান থেকে B স্থানে আসে 20 কিমি/ ঘন্টায় আবার B স্থান থেকে A স্থনে আসে 10 কিমি/ ঘন্টায়। তার সমস্ত রাস্তার গড় গতিবেগ কত ?

10. A ও B একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 12% দান করার পর A 770 টাকা লভ্যাংশ পায়, তবে মোট লভ্যাংশ কত ?

11. একটি শ্রেণির 81 জন বালকের মধ্যে 6610 ফুটবল এবং 32 জন ভলিবল খেলতে পারে এবং 6 জন জান কোন খেলায় জানেনা কত জন বালক উভয় প্রকার খেলা জানে।

12. একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত ?

অনলাইন মকটেস্ট দিতে - ক্লিক করুন