Solved Math in Bengali Exam(15)

কিছু নমুনা প্রশ্ন

১. 200 এবং 600 এর মধ্যে কতগুলি সংখ্যা 4, 5 এবং 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ?

২. দুটি সংখ্যার যোগফল 14 এবং বিয়োগফল 10 সংখ্যা দুটির গুণফল কি হবে হবে ?

৩. কোন ব্যক্তি ক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে বস্তুর বিক্রয় মূল্য ধার্য করেন এবং নগদ বিক্রয়ের উপর ধার্য মূল্যের 10% ছাড় দেন । এতে তার শতকরা কত লাভ হয় ? যে দ্রব্য এর বিক্রয় মূল্য 112.50 টাকা তার মোট লাভ কত ?

৪. এক ব্যক্তি তার গাড়ির জন্য পর পর তিন বছর যথাক্রমে 7.50 টাকা, 8 টাকা এবং 8. 50 টাকা প্রতি লিটার দরে পেট্রোল ক্রয় করেন। প্রতি বছর পেট্রোলের জন্য তিনি 4000 টাকা খরচ করে থাকলে প্রতি লিটার পেট্রোলের গড় দাম কত ?

৫. একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 10000 বর্গমিটার হলে ওই জমির দৈর্ঘ্য কত ?

৬. একটি শহরের জনসংখ্যা প্রথম বছর 20%, দ্বিতীয় বছরে 25% এবং তৃতীয় বছরে 44% বৃদ্ধি পায় জনসংখ্যা বৃদ্ধির গড় হার কত ?

৭. দুটি সংখ্যার লসাগু 2079 এবং তাদের গসাগু 27, যদি একটি সংখ্যা 189 হয় তাহলে অন্য সংখ্যাটি কি হবে ?

File Details:
File Name: অংক প্রস্তুতি ( RPF, FOOD SI, TET প্রভৃতির জন্য )  
File Format: PDF
Credit - Solution For All
File Size: 510 kb
Language: Bengali
File Location: Google Drive 
Download Pdf  - Click Here

অনলাইন মকট‌েস্ট দিতে - ক্লিক করুন