Solved Math in Bengali Exam(9)

যে অঙ্ক গুলি সমাধান করা হলো:

প্রশ্নঃ একটি চোর 1-30 টায় একটি গাড়ি চুরি করে 45 কিমি বেগে পালায় । চুরি ধরা পরে বেলা 2টায় তারপর গাড়ির মালিক 50 কিমি বেগে গেলে চোরটিকে ধরে ফেলবে কটার সময় ?

প্রশ্নঃ একজন লোককে স্কুটারে অফিসে যায় গড়ে 30 কিমি/ঘন্টা বেগে গেলে তার 10 মিনিট দেরি হয় এবং 40 কিমি/ঘন্টা গেলে সে 5 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে তার অফিসের দূরত্ব কত ?

প্রশ্নঃ একটি 160 মিটার লম্বা ট্রেন 40 কিমি/ঘন্টা বেগে কত সময় 140 মিটার লম্বা প্লাটফর্ম অতিক্রম করবে ?

প্রশ্নঃ তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার চেয়ে 50 বেশি। সংখ্যা তিনটির নির্ণয় কর ।

প্রশ্নঃ একজন লোক চিনির দাম ক্রয়মূল্যের উপর 25% বাড়ালো এবং ধার্যমূল্যের ওপর ক্রেতাকে 16% ছাড় দিল। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে ।

প্রশ্নঃ একজন লোক 24 বছর বয়সে চাকরিতে যোগদান করে কর্মরত অবস্থায় মারা যান, তিনি যদি তাঁর জীবিতকালীন বয়সের 4/7 অংশ চাকরি করেন, তাহলে তিনি কত বছর বেঁচে ছিলেন ?

প্রশ্নঃ এক ব্যক্তি বাড়ি থেকে কোন স্থানে ঘণ্টায় 15 কিমি বেগে গিয়ে ঘণ্টায় 10 কিমি বেগে ফিরে এলো। এই যাতায়তে ঐ ব্যক্তির গড় গতিবেগ কত ?

 প্রশ্নঃ দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 18 সংখ্যা দুটি কি কি ?

প্রশ্নঃ 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার দীর্ঘ একটি সেতুতে 6 সেকেন্ডে অতিক্রম করে 200 মিটার দীর্ঘ অপর একটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। (সেকেন্ডে প্রকাশ কর )

File Details:

File Name: Math Solved in Bengali
File Format: PDF
Credit: Swapno.in
File Size:702kb

Click here to Download

অনলাইন মকট‌েস্ট দিতে - ক্লিক করুন