Solved Math in Bengali Exam(20)

1.জলের সঙ্গে কি পরিমান দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে?

[a ]4:1
[b] 3:4
[c] 4:3
[d] 1:4


2.পরপর চারটি জোড় সংখ্যার গড় 27 এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত?

[a] 33
[b] 30
[c] 24
[d] 28


3. 1100 জন ছেলে ও 900 জন মেয়ে কোনো একটি পরীক্ষা দিলো। সেই পরীক্ষায় 50% ছেলে ও 40% মেয়ে পাস করলো। এখন শতকরা কতজন ছেলেমেয়ে পাশ করলো?

[a] 45.7%
[b] 45.5%
[c] 47.7%
[d] 42.5%

4. একটি ছাত্রকে পাশ করার জন্য 33% নম্বর পেতে হয়। একজন ছাত্র 125 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত?

[a] 610
[b] 500
[c] 450
[d] 350

5. এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে। আরো 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হত। টিভি এর ক্রয়মূল্য কত?

[a] 80000
[b] 40000
[c] 50000
[d] 70000

6. 77, 99 এবং X এর গসাগু 11 ও লসাগু 3465, X এর ক্ষুদ্রতম মান হলো

[a] 11
[b] 55
[c] 45
[d] 35

7. দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান। একটি সংখ্যা 35 হলে, অপরটি কত?

[a] 45
[b] 35
[c] 37
[d] 72

8. এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 18 নাম্বারের জন্য ফেল করে ওপর পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে পাশ নম্বর থেকে 12 নম্বর বেশি পেলো। পরীক্ষায় মোট নম্বর কত?

[a] 610
[b] 600
[c] 650
[d]355

9. স্রোতের অনুকূলে নৌকার বেগ 16 কিমি/ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা হলে, স্রোতের বেগ কত?

[a] 8 কিমি/ঘন্টা 
[b] 14 কিমি/ঘন্টা
[c] 3 কিমি/ঘন্টা
[d] 10 কিমি/ঘন্টা

10. এক ব্যক্তি 5 টাকায় 16 টি চকলেট ক্রয় করে এবং 5 টাকায় 12 টি চকলেট বিক্রি করে, তবে তার লাভের পরিমান কত?

[a] 27%
[b] 40%
[c] 100/3%
[d] 33%

11. দুটি সংখ্যার গসাগু ও লসগুর সমষ্টি 680, তাদের লসাগু, গসাগু এর 84 গুন। যদি একটি সংখ্যা 56 হয়, তবে অপরটি কত?

[a] 84
[b] 12
[c] 96
[d] 8

12.  6টি দ্রব্যের ক্রয়মূল্য 5 টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত?

[a] 27%
[b] 20%
[c] 30%
[d] 33%

13. পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 75। সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

[a] 11
[b] 13
[c] 15
[d] 19

14. একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যা 618। তাদের মূল্যের অনুপাত 13:11:17 হলে, প্রতি মুদ্রার সংখ্যা কত?

[a] 166, 75, 405
[b] 79, 130, 408
[c] 78, 132, 408
[d] 77, 137, 403

15. তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং লসাগু 54, সংখ্যা তিনটির গসাগু কত?

[a] 2
[b] 9
[c] 6
[d] 7

16. ছটি ক্রমিক সংখ্যার যোগফল 69, বৃহত্তম সংখ্যাটি কত?

[a] 14
[b] 16
[c] 20
[d] 28

17.  5/7 , 11/13 , 15/27 , 19/21 কোনটি বৃহত্তম?

[a] 5/7
[b] 11/13
[c] 15/27
[d] 19/21

18. a/b = 2/3 , b/c = 4/5 হলে (a+b)/(c+d) =?

[a] 20/27
[b] 27/20
[c] 6/8
[d] 8/6

19. A একটি কাজের 1/3 অংশ 5 দিনে এবং B ওই কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। A ও B একত্রে সম্পুর্ন কাজটি করবে কতদিনে?

[a] 67/7
[b] 75/8
[c] 9 দিনে
[d] 7 দিনে

20.এক শহরের জনসংখ্যা 180000 প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে?

[a] 217800
[b] 22500
[c] 22750
[d] 33257

1.d 2.b 3.b 4.b 5.a
6.b 7.b 8.b 9.c 10.c
11.c 12.b 13.a 14.c 15.b
16.a 17.d 18.a 19.b 20.a

অনলাইন মকট‌েস্ট দিতে - ক্লিক করুন