Solved Math in Bengali Exam(25)

আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Simple Interest Formula in Bengali with PDF,কারণ WBCS,CGL,MTS,Primary TET,CTET,RPF,SSCসহ যেকোনো Compertitive Exam-এ সরল সুদ থেকে অনেক প্রশ্ন এসেই থাকে | আর ভালোভাবে সরল সুদকষার সুত্র এবং পদ্ধতি না জানলে কয়েকটি নম্বর হাতছাড়া হতে পারে |

সুতরাং দেরী না করে Simple Interest Formula in Bengali with PDFটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন|


1.আসল বা মূলধন(Principal): যত টাকা ধার নেওয়া বা দেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা

2.সময়: যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া অথবা জমা রাখা

3.সুদ(Interest): যে ব্যক্তি বা সংগঠন ধার দেন তাকে উত্তমর্ণ(Creditor) এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমর্ণ (Debator) বলা হয় | উত্তমর্নের অর্থ সাময়িক ব্যবহার করার  অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ কিছু অতিরিক্ত অর্থমূল্য দিয়ে থাকেন |এই অর্থমুল্যই সুদ |

4.সুদের হার(Rate of Interest): সুদ সাধারনত বছরের হিসাবে কষা হয়ে থাকে,যেমন সুদের বার্ষিক হার ১০% এর অর্থ হল,১০০ টাকার ১ বছরের সুদ ১০ টাকা | কোনো কোনো ক্ষেত্রে ষান্মাসিক ,মাসিক,এমনকি দৈনিক হিসাবেও সুদ কষা হয় |

5.মোট সুদ: নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য দেও বা প্রাপ্য সুদ |

6.সুদ আসল বা সবৃদ্ধিমূল: আসল+মোট সুদ
 সুদ-কষা সম্পর্কিত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক
 1. সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে: 
আসল ও মােট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে মােট সুদ বাড়বে , আসল কমলে মােট সুদ কমবে।

2. আসল ও সময় অপরিবর্তিত থাকলে;
সুদের হার ও মােট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ সুদের হার বাড়লে মােট সুদ বাড়বে , সুদের হার কমলে মােট সুদ কমবে।

3. আসল ও সুদের হার অপরিবর্তিত থাকলে;
সময় ও মােট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ সময় বাড়লে মােট সুদ বাড়বে , সময় কমলে মােট সুদ কমবে।

4. সুদের হার ও মােট সুদ অপরিবর্তিত থাকলে;
আসল ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে ঐ মােট সুদ পেতে সময় কম লাগবে , আসল কমলে সময় বেশি লাগবে ।

5. আসল ও মােট সুদ অপরিবর্তিত থাকলে;
সুদের হার ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ সুদের হার বাড়লে ঐ মােট সুদ পেতে সময় কম লাগবে , সুদের হার
কমলে সময় বেশি লাগবে।

 6. সময় ও মােট সুদ অপরিবর্তিত থাকলে;
 আসল ও সুদের হারের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে সুদের হার কমবে , আসল কমলে সুদের হার বাড়বে।

[পদ্ধতি ও প্র্যাকটিস সেট পিডিএফ-এ দেওয়া আছে ]

File Details:
File Name: Simple Interest Formula
File Format: PDF
Credit: Swapno.in
File Size: 3.61 MB
Click Here to Download

অনলাইন মকট‌েস্ট দিতে - ক্লিক করুন