Percentage Math Shortcut Formula and Practice Set

আজ আমরা শেয়ার করছি Percentage Math Shortcut Formula and Practice Set in Bengali PDF,কারণ যেকোনো Competitive Exam-এ গণিত বিষয়টা থাকেই থাকে | এছাড়া গণিতের শতকরা অধ্যায় থেকে অনেক প্রশ্ন এসে থাকে | আর সেই জন্যই শতকরা শর্টকাট সুত্র জানা খুবই দরকারী |

সুতরাং দেরী না করে Percentage Math Shortcut Formula and Practice Set in Bengali PDFটি ডাউনলোড করে নিন পরীক্ষা প্রস্তুতির ধারা অব্যাহত রাখুন |

সূত্রসমূহ

সুত্র:১
মূল্য বৃদ্ধি পাওয়া ব্যবহার কমানোর ক্ষেত্রে-
ব্যবহার হ্রাসের হার = (১০০*মূল্য বৃদ্ধির হার )/(১০০+মূল্য বৃদ্ধির হার)

সুত্র:২
মূল্য হ্রাস পাওয়া ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে-
ব্যবহার বৃদ্ধির হার=(১০০*মূল্য হ্রাসের হার)/(১০০-মূল্য বৃদ্ধির হার)

সুত্র:৩
দুটি সংখ্যার শতকরা হারের তুলনা-
শতকরা কম বা বেশি=(১০০*শতকরা কম বা বেশি)/(১০০+শতকরা কম বা বেশি)

সূত্র:৪
দ্রব্যমূল্যের শতকরা হার বৃদ্ধি পাওয়া-
দ্রব্যের বর্তমান মূল্য=(বৃদ্ধির প্রাপ্ত মূল্যে হার*মোট মূল্য)/(১০০+যে পরিমান পণ্য কম হয়েছে)

সূত্র:৫
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাসপাওয়া-
দ্রব্যের বর্তমান মূল্য=(হ্রাসকৃত মূল্য হার*মোট মূল্য)/(১০০+যে পরিমান পণ্য বেশি হয়েছে)

সূত্র:৬
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে-
হ্রাসের হার=(বৃদ্ধির হার*হ্রাসের হার)/১০০

সূত্র:৭
পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুপাত দেওয়া থাকলে শতকরা হ্রাস বের করতে হলে-
শতকরা মূল্য হ্রাস=(অনুপাতের বিয়োগফল*১০০)/অনুপাতের প্রথম সংখ্যা 



প্র্যাকটিস সেটে যেরকম অঙ্ক থাকছে::
1.দ্রব্যমূল্য ২৫% বৃদ্ধি পাওয়ার পর বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের শতকরা কত ভাগ হ্রাস পেলে তা পূর্বের অবস্থায় ফিরে আসবে?
[a] ৩১%
[b] ২০%
[c] ১৫%
[d] ১৮.৭৫%

2.যদি কোনো জামার দাম ৩৫০ থেকে ৭০০ টাকা হয় তাহলে পুর্বমূল্য বর্তমান মূল্যের শতকরা কত ভাগ?
[a] ৬০%
[b] ২০০%
[c] ৭৫%
[d] কোনটিই নয় 

3.কোনো পণ্য ৩০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা হয়,তাহলে মূল্য বৃদ্ধির হার কত?
[a] ১২%
[b] ২০%
[c] ৪০%
[d] ৪৫%

4.২৪০-এর ১৫% কত?
[a] ৩০
[b] ৩৬
[c] ৪২
[d] ৪৮

File Details:
File Name: Percentage Math shortcut
File Format: PDF
File Size: 1.80 Mb
Credit: Swapno.in
Click to Download

অনলাইন মকট‌েস্ট দিতে - ক্লিক করুন