1500 Math and Reasoning Practice Set in Bengali

চাকরির পরীক্ষায় গণিতে পারদর্শী হতে 1500 Math and Reasoning Practice Set in Bengali Full PDFটি আপনাদের ফ্রিতে Provide করছি,যেটিতে মোট ৫০টি মডেল প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রায় ১৫০০টিরও বেশি গণিত এবং রিজনিং-এর প্রশ্ন রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় | যারা গণিতে দুর্বল তাদের জন্য এই Math Practice Set পিডিএফটি খুবই কাজে লাগবে কারণ আপনারা এটা থেকে গণিত গুলি প্র্যাকটিস করার সুযোগ পাবেন প্রতিদিন | WBCS/ CGL/ MTS/ PSC/ICDS/SSC/Primary TET/CTET/WBP/NTPC/Clerkship সহ সমস্ত পরীক্ষার জন্যই এটি উপযোগী |

তাই কোনোরূপ সময় ব্যয় না করে 1500 Math and Reasoning Practice Set in Bengali Full PDF Free Download  করে নিন এবং প্রস্তুতির সহায়তায় সফলতার শীর্ষে পৌঁছে যান |

কিছু নমুনা প্রশ্ন::
➊একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পিছনের চাকার পরিধি ৩ মিটার | কমপক্ষে কত দুরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে ?
ⓐ ৮০ মিটার
ⓑ ৬০ মিটার
ⓒ ৪০ মিটার
ⓓ ২০ মিটার

❷শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুন হবে?
ⓐ ১ বছরে
ⓑ ২০ বছরে
ⓒ ৫ বছরে
ⓓ ১০০ বছরে 

➌২০০৯ সালের ২৮শে আগস্ট শুক্রবার ছিল | ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল?
ⓐ বৃহস্পতি
ⓑ মঙ্গলবার
ⓒ সোমবার
ⓓ রবিবার

➍একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী, তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল| পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
ⓐ ১০
ⓑ ১২
ⓒ ১৪
ⓓ ১৬

➎একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১২০ ফুট | প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত?
ⓐ ২০ ফুট
ⓑ ২৫ ফুট
ⓒ ৩০ ফুট
ⓓ ৪০ ফুট

❻৩টি পেন্সিল ও ৫টি কলমের দাম একত্রে ৫৫ টাকা | ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?
ⓐ ১৬ টাকা
ⓑ ২০ টাকা
ⓒ ১২ টাকা
ⓓ ১৮ টাকা

❼একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম | তাতে সোনা ও তামার অনুপাত ৩:১ | তাতে কী পরিমান সোনা মিশ্রিত করলে অনুপাত হবে ৪:১?
ⓐ ৬ গ্রাম
ⓑ ৫ গ্রাম
ⓒ ৪ গ্রাম
ⓓ ৮ গ্রাম

❽আপনার কাকার একমাত্র বড় ভায়ের মেয়ের ছোট ভাই আপনার কে?
ⓐ ভাগ্নে
ⓑ ভাতিজা
ⓒ ভাই
ⓓ মামা

❾৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল | এখন ২০টি  কলার বিক্রয় মূল্য কত?
ⓐ ৬০ টাকা
ⓑ ৬২ টাকা
ⓒ ৭২ টাকা
ⓓ ৭৫ টাকা

❿দুটি পাইপ দ্বারা একটি ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয় | পাইপ দুটি খুলে দেওয়ার ৪ মিনিট প্রথম পাইপটি বন্ধ করে দেওয়ায় ট্যাংক পূর্ণ ওতে আরো ৬ মিনিট সময় লাগলো | প্রত্যেক পাইপ দিয়ে আলাদা আলাদা ভাবে ট্যাংক পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে?
ⓐ ১৮ ও ১২
ⓑ ২৪ ও ১২
ⓒ ১৫ ও ১২
ⓓ ১০ ও ১৫

𝔽𝐢𝐥𝐞 Details
File Name: 1500 Math & Reasoning Practice Set in Bengali
File Format: PDF
No. of Pages: 55
Credit: swapno.in
File Size: 12.20 MB

অনলাইন মকট‌েস্ট দিতে - ক্লিক করুন